পটচিত্র একটি অনন্য লোকচিত্রকলা যেখানে আঁকা ছবি ও গানের মাধ্যমে তুলে ধরা হয় একটি কাহিনী। দীর্ঘ পটটি একটি ছোট লাঠিতে জড়ানো থাকে। পটুয়ারা ধীরে ধীরে সেটি খুলে গান গেয়ে কাহিনীটি শোনান।
লোককাহিনীগুলি নিখুঁত মৌখিক বর্ণনা ও ছবিতে জীবন্ত হয়ে ওঠে। পটচিত্র শিল্পীরা ১ থেকে ১৫টি ছবি, নানান আকারে পট আঁকেন। বাজারের চাহিদা মেটাতে এখন শিল্পীরা পোষাক, কাপড়, বাক্স, ব্যাগ, নোটবুক ইত্যাদি নানা ধরণের পণ্যে পট আঁকেন।
আরো দেখুনবাংলার পটচিত্র ২০১৮ সালে ভারত সরকারের জি-আই (জিওগ্রাফিকাল ইণ্ডিকেশন) স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি কোনো বিশেষ শিল্প বা পণ্যের ভৌগলিক উৎসকে চিহ্নিত করে।
২০১০-১১ সালে পিংলা (পশ্চিম মেদিনীপুর) অঞ্চলের পটশিল্পীদের সংস্থা (সোসাইটি) চিত্রতরু বাংলার পটচিত্রের জন্য ক্রাফটমার্ক সার্টিফিকেট পায়। এই লেবেলিং হল শিল্পীদের কাজের নির্ভরযোগ্যতার প্রমাণ। সামাজিক দায়বদ্ধতা মেনেই যে শিল্পটি তৈরি হয়েছে এই প্রশংসাপত্র তা নিশ্চিত করে।