পণ্য
ঐতিহ্যবাহী প্রস্তুত দীর্ঘ জড়ানো পট ছাড়াও বাজারের চাহিদা পূরণের জন্য পটুয়ারা ছোটো চৌকো আকৃতির পট বানান ।
আজকের পটুয়ারা যত বেশি করে বাজারের সংস্পর্শে আসছেন তত তাঁরা নতুন নতুন পণ্য-সামগ্রী প্রস্তুত করতে পারদর্শী হয়ে উঠছেন। আধুনিক জীবনযাপন ও নতুন ক্রেতাদের চাহিদা মেটাতেই তাঁরা নতুন পণ্য তৈরি করছেন। তাই আজ শাড়ি, পোশাকের কাগজ, ছাতা, ঘর সাজাবার সামগ্রী, টেবিল-ল্যাম্প, ট্রে, স্টেশনারি বস্তু, ব্যাগ, গয়নাগাঁটি ইত্যাদি নানা ধরণের সামগ্রীতে ব্যবহৃত হচ্ছে পটের মোটিফ।