×
history

পটচিত্র একটি শিল্পমাধ্যম। লম্বা জড়ানো পটে আঁকা ছবির গল্প পটুয়ারা তাঁদের গানের মাধ্যমে পরিবেশন করেন।

‘পট’ শব্দের উৎস সংস্কৃত ‘পট্ট’, অর্থাৎ, কাপড়। ‘চিত্র’ অর্থে আঁকা। পটচিত্র নামক এই শিল্প মাধ্যমে, লম্বা স্ক্রোল অর্থাৎ জড়ানো পটে কোনো কাহিনী পর্যায়ক্রমে আঁকা হয়। পটচিত্র যারা আঁকেন তাঁদের বলা হয় পটুয়া। এই পটুয়ারা ধীরে ধীরে এই আঁকা পট লাটাইয়ের মত খুলতে থাকেন এবং কাহিনীর নির্দিষ্ট অংশগুলি পর্যায়ক্রমে গানের মাধ্যমে কাহিনী হিসেবে নিবেদন করেন। এই গানগুলিকে বলা হয় ‘পটের গান’। ছবিগুলির বৈশিষ্ট হল এই যে সেগুলি গাঢ় রঙ, দাগ ও বলিষ্ঠ টানের মাধ্যমে আঁকা হয়ে থাকে। আরেকটি বিস্ময়কর ব্যপার হল, এই ছবিগুলি রঙ করা হয় সম্পুর্ণ প্রাকৃতিক রঙ দিয়ে। রঙগুলি সংগ্রহ করা হয় স্থানীয় ফুল, ফল, পাতা, বীজ ইত্যাদি প্রাকৃতিক উপাদান থেকে। পটুয়ারা নানা বিষয়কে ভিত্তি করে ছবি আঁকে। তার মধ্যে রয়েছে পৌরাণিক গাথা (রামায়ণ, মহাভারত ও মঙ্গলকাব্য থেকে সংগৃহীত), রয়েছে ঐতিহাসিক এবং সমসাময়িক ঘটনাবলি (যেমন, মনীষীদের জীবনী, পারমাণবিক যুদ্ধ ইত্যাদি), এবং, এমনকি নারীদের ক্ষমতায়ন শিশুদের অধিকার, স্বাস্থ্য ও শিক্ষার মতো সামাজিক বিষয়বস্তুও পটচিত্রে জায়গা পেয়েছে।