রঙে আর গল্পে ভরপুর এমন একটা জায়গা দেখতে যেতে ভালোবাসেন না, এমন কি কেউ আছেন ? কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত শান্ত সুন্দর গ্রাম পিংলা, দিনে গিয়ে সেদিনই ফিরে আসার মতো ভ্রমণের জন্য আদর্শ হতে পারে। পিংলা ব্লকের নয়া গ্রামে বসবাস করেন প্রায় ১৫০ ঘর পটুয়া, লোকশিল্পীদের অনবদ্য একটি সম্প্রদায় যারা একাধারে চিত্রকর, গীতিকার, গায়ক এবং উপস্থাপক। পর্যটকেরা শিল্পীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে পারেন, যেখানে বসে তারা পটচিত্র আঁকেন, তাদের সেইসব ছবি এঁকে সাজিয়ে তোলা বাড়িগুলো দেখতে পারেন এবং শিখতে পারেন স্থানীয় এলাকায় পাওয়া যায় এমন গাছপালা এবং ফুল থেকে কীভাবে তারা রং তৈরি করেন। কিছু জড়ানো পটচিত্র অথবা অন্যান্য উৎপাদিত দ্রব্য স্মারক হিসেবে সংগ্রহ করতে পারেন। পর্যটকেরা দেখতে পারেন লোকশিল্প কেন্দ্রটি যেখানে প্রদর্শিত রয়েছে বিভিন্ন রকম জড়ানো পটচিত্র এবং যদি কেউ নিজের হাতে পট আঁকার চেষ্টা করতে চান সেজন্য সেখানে রয়েছে কর্মশালার জায়গা। নিজেদের ঐতিহ্যকে পালনের উদ্দেশ্যে শিল্পীরা ‘পটমায়া’ নামে একটি বার্ষিক উৎসবের আয়োজন করেন।
চলুন, ভার্চুয়াল ভ্রমণের মাধ্যমে যাওয়া যাক পিংলার নয়া গ্রামে, সেখানে মিলেমিশে গেছে গান আর রং।
ভার্চুয়াল মাধ্যমে গ্রহণ করুন ‘পটমায়া’ উৎসবের অভিজ্ঞতা।
দেখুন আগত দর্শনার্থীরা কীভাবে ‘পটমায়া’ উৎসবে শামিল হন।
শিল্পীদের তৈরি ঐতিহ্যবাহী পটচিত্র ও অন্যান্য উদ্ভাবিত পণ্যদ্রব্যগুলো দেখুন এবং সংগ্রহ করুন।
অন্যান্য দর্শনার্থীরা এই বিষয়ে কী বলছেন জানতে হলে লোকশিল্প কেন্দ্রের পেজটি দেখুন।