×

লোকশিল্প কেন্দ্র

পটশিল্পের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এবং বিভিন্ন ধরণের পটের শিল্প সর্বসাধারণের সামনে তুলে ধরতে একটি ফোক আর্ট সেণ্টার নির্মিত হয়েছে। এই সেণ্টার এখন যেন হয়ে উঠেছে একটি জীবন্ত মিউজিয়ম রূপ ধারণ করেছে। পিংলার শিল্পীরা অতিথিদের থাকারও সুবন্দোবস্ত করেছেন। সেই শিল্পীরা চিত্রতরু নামক একটি কো-অপারেটিভ তৈরী করে শিল্পী হিসেবে একসঙ্গে কাজ করা এবং এর মাধ্যমে তাঁরা পটশিল্পের বিপণন এবং তা জনপ্রিয় করার জন্য কাজ করে চলেছেন।

Resource Centre

visitors
guest room
workspace
Resource center 6
Resource center 3
Resource Center 1

কর্মশালা

অভিজ্ঞতা