বিষয়

ধর্ম, পুরাণ, রামাযান-মহাভারতের মহাকাব্য, কৃষ্ণলীলা, মঙ্গলকাব্য, লৌকিক দেবদেবীর মাহাত্ম্য একই সঙ্গে তা আবার সমসাময়িক। নীতিকথা, সামাজিক অসঙ্গতি থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বাঘাযতীনের জীবনী, ৯/১১, ওয়াশিংটন মলের ইতহাস সবকিছুই পটের বিষয় হয়। আবার প্রকৃতি, পরিবেশ, বাল্যবিবাহ, বধূ নির্যাতনের মত সামাজিক সমস্যাও পটের বিষয়।

ভারতের লোকআঙ্গিকগুলির মধ্যে পটচিত্র সবচেয়ে বৈচিত্রময় আঙ্গিক। এতে একইসঙ্গে মিশেছে গান, ছবি, চলচ্ছিত্র। আবার পটে আমরা এনিমেশন ও গ্রাফিক নভেলের অনেক বৈশিষ্ট্যও খুঁজে পায়। অনেকে পটের সঙ্গে নির্বাক যুগের সিনেমার তুলনা করেন।