পিংলার পটুয়াদের সবচেয়ে বড় উৎসব তিনদিন ব্যাপী গ্রামীণ পটের মেলা পট মায়া। এই গ্রামীণ উৎসব শুরু হয়েছে ২০১০ সাল থেকে। পট কেনা বেচা ছাড়া বাংলার নানা প্রান্তের শিল্পীদের লোকসাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয় ব্যক্তিরাই শুধু নন, কলকাতার বাসিন্দাদের মধ্যেও অনেকেও অধীর আগ্রহে এই উৎসবের জন্য অপেক্ষা করতে থাকেন। বিদেশ থেকেও অতিথিরা গ্রামে আসেন এই সময়ে। ৩১ ডিসেম্বর, ২০২০ থেকে ৩ জানুয়ারী, ২০২১ পর্যন্ত শিল্পীরা পিংলার নয়া গ্রামে ফুল-পাতা থেকে প্রাকৃতিক রং তৈরী ও পটচিত্র আঁকার পদ্ধতি প্রদর্শন করবেন এবং পটের গান শোনাবেন। সকলকে সাদর আমন্ত্রণ।
বুদাপেস্টের হাঙ্গেরিয়ান হেরিটেজ হাউস-এ ১৫ই ও ১৬ই অগাস্ট ২০১৯-এ অনুষ্ঠিত লোকশিল্প উৎসব (ফেস্টিভাল অফ ফোক আর্ট) উপলক্ষে পটশিল্পী মণিমালা চিত্রকর তাঁর শিল্প প্রদর্শন করেন।
২০১৭ সালে পটশিল্পী স্বর্ণ চিত্রকর গ্রিনেল কলেজ, আইওয়া তে আমন্ত্রিত হন তাঁর শিল্পকলা প্রদর্শন করতে ও সেই বিষয়ে বক্তব্য রাখতে। তিনি তাঁর বক্তব্যে এই মর্মে প্রকাশ করেন যে পটশিল্প কীভাবে একটি মৃতপ্রায় শিল্প থেকে ক্রমে ক্রমে তার হৃতগৌরব ফিরে পাচ্ছে যার ফলে তিনি এইভাবে বিদেশে গিয়ে তাঁর কাজ ও কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ […]
বল্টিক দেশগুলির ঐতিহ্য ও লোকসংস্কৃতি উদযাপনের উপলক্ষে প্রতি বছর অনুষ্ঠিত উৎসবের নাম – বল্টিকা। লিথুয়ানিয়া, এস্তনিয়া এবং লাটভিয়া – এই তিনটি দেশের লোকসংস্কৃতি ও ঐতিহ্য সমন্বিত করে হয় এই উৎসব। ২০১৭ সালে এটি হয়েছিল লিথুয়ানিয়া দেশের ভিলিনিয়াস শহরে, ৪ঠা থেকে ১০ই জুলাই। এতে পিংলার পটশিল্পীরা অংশ নিয়েছিলেন।
ফ্রান্সের এই অনবদ্য উৎসব ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দ্যু ফোকলোর দ্যু নোয়োন অনুষ্ঠিত হয়েছিল ৫ থেকে ৯ই জুলাই ২০১৭ তে।
সুইডেনের উরকুল্ট উৎসব বিশ্বব্যাপী লোকশিল্পের ও লোকগানের এক উদযাপন যাতে সমগ্র বিশ্ব থেকে শিল্পীরা আসেন অংশগ্রহণ করতে।