×

ফোক আর্ট সেন্টার

নয়া, পিংলা, নভেম্বর 15, 2019

গ্রামের মাঝখানে থাকা পটুয়াদের এই কর্মকেন্দ্রটি পটচিত্র তৈরির প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরবে, গান ও ছবিতে বলবে পটে যে গল্পটি তারা তুলে ধরেন সেই কথা। নানা ধরণের পটের প্রদর্শনী, তথ্যসমৃদ্ধ সচিত্র প্যানেল এবং শিল্পীদের ব্যবহার করা প্রকৃত সরঞ্জামগুলির প্রদর্শনীর মাধ্যমে তা পরিষ্কারভাবে ফুটে ওঠে। শুধু উৎসব নয়, পিংলায় বছরভর আসা সব পর্যটকদের এখানে আসতেই হবে।

বাহাদুর চিত্রকরের ব্যক্তিগত সংগ্রহশালাটিও নয়া গ্রামের অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে দেশ বিদেশের প্রাচীন মুদ্রা, পাণ্ডুলিপি, চিত্রকলা এবং মুখোশের এক আকর্ষণীয় সংগ্রহ। মিউজিয়াম ভালোবাসা মানুষ এখানে এলে খুশি হবেন। বাহাদুর যদি নিজে আপনাদের মিউজিয়ামটি ঘুরিয়ে দেখায় তবে তা হবে আপনাদের বাড়তি পাওনা। কারণ তাহলে আপনি শুনতে পাবেন এগুলি সংগ্রহের নানা আকর্ষণীয় বৃত্তান্ত।