পিংলার প্রবীণ পটশিল্পী ইয়াকুব চিত্রকর নয় বছর বয়স থেকে তাঁর পিতা স্বর্গীয় খাঁদু চিত্রকরের তত্ত্বাবধানে পট আঁকা আরম্ভ করেন। তিনি রামায়ণ মহাভারতের মত ঐতিহ্যগত বিষয়বস্তু এবং স্বাক্ষরতা অভিযানের মত সমসাময়িক সামাজিক বিষয়বস্তু দুই নিয়েই পট আঁকেন। ইয়াকুব চিত্রকর কলকাতায় কর্মশালার নেতৃত্ব দিয়েছেন এবং কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, গোয়া চেন্নাই এবং লণ্ডনে তাঁর শিল্প প্রদর্শন করেছেন। জেলা এবং রাজ্যস্তরের পুরস্কার ছাড়াও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে খেতাব পেয়েছেন।