মৌসুমি চিত্রকরের মা ও বাবা যথাক্রমে জবা ও মন্টু চিত্রকর – দুইজনেই নয়া, পিংলার প্রতিষ্ঠিত পটশিল্পী। তাঁদের থেকে মৌসুমি পটচিত্র শিখেছেন ছোটবেলা থেকেই। মৌসুমি ঐতিহ্যগত পট ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের কণ্যাশ্রী প্রকল্প, ২০০৪ এর সুনামি, ৯/১১ এবং ২০১২-র ‘নির্ভয়া’ কাণ্ড-র মত সমসাময়িক বিষয়বস্তু নিয়েও পট আঁকেন। তিনি কলকাতা, কেরালা, দিল্লি এবং গোয়ায় তাঁর কাজের প্রদর্শনী করেছেন এবং কর্মশালা পরিচালনা করেছেন।