×

মৌসুমি চিত্রকর

মৌসুমি চিত্রকরের মা ও বাবা যথাক্রমে জবা ও মন্টু চিত্রকর – দুইজনেই নয়া, পিংলার প্রতিষ্ঠিত পটশিল্পী। তাঁদের থেকে মৌসুমি পটচিত্র শিখেছেন ছোটবেলা থেকেই। মৌসুমি ঐতিহ্যগত পট ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের কণ্যাশ্রী প্রকল্প, ২০০৪ এর সুনামি, ৯/১১ এবং ২০১২-র ‘নির্ভয়া’ কাণ্ড-র মত সমসাময়িক বিষয়বস্তু নিয়েও পট আঁকেন। তিনি কলকাতা, কেরালা, দিল্লি এবং গোয়ায় তাঁর কাজের প্রদর্শনী করেছেন এবং কর্মশালা পরিচালনা করেছেন।

 

মৌসুমি চিত্রকরের মা ও বাবা যথাক্রমে জবা ও মন্টু চিত্রকর – দুইজনেই নয়া, পিংলার প্রতিষ্ঠিত পটশিল্পী। তাঁদের থেকে মৌসুমি পটচিত্র শিখেছেন ছোটবেলা থেকেই। মৌসুমি ঐতিহ্যগত পট ছাড়া পশ্চিমবঙ্গ সরকারের কণ্যাশ্রী প্রকল্প, ২০০৪ এর সুনামি, ৯/১১ এবং ২০১২-র ‘নির্ভয়া’ কাণ্ড-র মত সমসাময়িক বিষয়বস্তু নিয়েও পট আঁকেন। তিনি কলকাতা, কেরালা, দিল্লি এবং গোয়ায় তাঁর কাজের প্রদর্শনী করেছেন এবং কর্মশালা পরিচালনা করেছেন।

 

telling

কৃষ্ণলীলা

কৃষ্ণলীলা

এই পটের গানে শিল্পীরা রাধাকৃষ্ণের প্রেমের কথা বলেছেন।

the artist

মৌসুমি চিত্রকর

৬২৯৫৯২৩৭৮৫    

মৌসুমি চিত্রকর