×

রবীন্দ্রনাথ

Rani Chitrakar

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, গীতিকার, সুরকার ও চিত্রকর। গীতাঞ্জলীর রচয়িতা হিসেবে তিনি ১৯১৩ খ্রীষ্টাব্দে পৃথিবীর প্রথম অ-ইউরোপিয়ান হিসেবে নোবেল পুরস্কার প্রাপ্ত হন। এই পটচিত্রে রবীন্দ্রনাথের জীবন ও কীর্তি চমকপ্রদ ভাবে বর্ণিত হয়েছে। মানবতাবাদী, বিশ্বজনীনতাবাদী, আন্তর্জাতিকবাদী এবং উগ্র জাতীয়তাবাদের ঘোরতর বিরোধী হিসেবে তিনি ইংরেজ শাসনের বিরোধ করেন এবং ঔপনিবেশিক শাসনতন্ত্র থেকে স্বাধীনতালাভের পক্ষপাতী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাংলার রেনেসাঁসের এক অন্ততম কাণ্ডারী হিসেবে তিনি ছবি আঁকেন, উপন্যাস, ছোটগল্প, অসংখ্য কবিতা ও দ্বিসহস্রাধিক সঙ্গীত রচনা করেন।