এই পটচিত্রে ধর্মীয় সম্প্রীতি এবং মানবতাবাদের কথা বলা হয়েছে দুই ভাইয়ের গল্পের মাধ্যমে। দুই ভাই আলাদা আলাদা দু’টি ধর্মের পথ বেছে নেয়। আজকের পৃথিবীতে ধর্মের মাধ্যমে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হয়। মানুষকে মানুষের কাছে আনা হয় না। ভিন্ন ভিন্ন ধর্মে ঈশ্বরের ভিন্ন ভিন্ন নাম। অথচ সকল ধর্মই বলে মানবতার কথা। মানবতা সমস্ত ধর্মের উর্দ্ধে। তাই আমাদের উচিৎ শান্তি, প্রেম ও সম্প্রীতির মাধ্যমে বসবাস করা। আজকের পৃথিবীর প্রয়োজন বিশ্বব্যাপী সৌভ্রাতৃত্ববোধ।