সুইডেনের উরকুল্ট উৎসব
সুইডেনের উরকুল্ট উৎসব বিশ্বব্যাপী লোকশিল্পের ও লোকগানের এক উদযাপন যাতে সমগ্র বিশ্ব থেকে শিল্পীরা আসেন অংশগ্রহণ করতে। ২০১৭ সালে এই উৎসবে বাংলার পটশিল্পিগণ যোগদান করেন। তাঁরা তাঁদের শিল্প প্রদর্শন করেন এবং পটশিল্পের বিষয়ে একাধিক কর্মশালার আয়োজন করা হয়।