গ্রিনেল কলেজ, আইওয়া

২০১৭ সালে পটশিল্পী স্বর্ণ চিত্রকর গ্রিনেল কলেজ, আইওয়া তে আমন্ত্রিত হন তাঁর শিল্পকলা প্রদর্শন করতে ও সেই বিষয়ে বক্তব্য রাখতে। তিনি তাঁর বক্তব্যে এই মর্মে প্রকাশ করেন যে পটশিল্প কীভাবে একটি মৃতপ্রায় শিল্প থেকে ক্রমে ক্রমে তার হৃতগৌরব ফিরে পাচ্ছে যার ফলে তিনি এইভাবে বিদেশে গিয়ে তাঁর কাজ ও কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই ঘটনা যথার্থই বাংলায় পটশিল্পের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচিত করলো।