পটের ভিত্তি যেভাবে তৈরি হয়
কাগজের উপর কাপড় সেঁটে জড়ানো পটের জমি বা ক্যানভাস তৈরি হয়। শাড়ি, কাপড় বা কাগজ দিয়ে পটের কাঠামোটি বানানো হয়। মূলতঃ কাগজের উপরেই ছবিগুলি আঁকা হয়। তবে, পটের এই ক্যানভাসটিকে পোক্ত করতে সেই কাগজের পিছন দিকে অর্থাৎ কাগজের যেই পিঠে ছবিগুলি আঁকা হচ্ছে তার উলটো পিঠে কাপড় সেঁটে দেওয়া হয়। এর ফলে পটগুলি মজবুত এবং দীর্ঘদিন টিঁকে থাকার উপযোগী হয়ে ওঠে।