প্রাকৃতিক রঙ
পটচিত্রের একটি অনন্য বৈশিষ্ট হল সম্পূর্ণ প্রাকৃতিক রঙের ব্যবহার। স্থানীয় অঞ্চলে পাওয়া যায় এই ধরণের পাতা, সবজি, পাথর, ফুল ইত্যাদি থেকেই রঙের উপাদান সংগ্রহ করে নিচ্ছেন পটুয়ারা। বংশপরম্পরায় প্রবাহিত হচ্ছে এই প্রাকৃতিক রঙ সংগ্রহ, নিষ্কাশন ও ব্যবহারের জ্ঞান।