গ্রাম সফর
নয়া, পিংলা, নভেম্বর 15, 2019
নয়া নামে এক আজব গ্রাম পটমায়ার সময় হয়ে ওঠে ঘুরে দেখার মত এক আর্ট গ্যালারি। প্রতিটি বাড়ির আঙিনা আর দেওয়ালে ফুটে ওঠে চমৎকার সব শিল্পকর্ম। গোটা গ্রাম ঘুরে একেকজন বিশিষ্ট শিল্পীর কাজ দেখতে পারেন, তাদের সঙ্গে মত বিনিময় করতে পারেন এবং অবশ্যই সংগ্রহ করতে পারেন ঐতিহ্যবাহী শিল্পীদের প্রকৃত শিল্পকর্ম।
যারা কিনতে ভালোবাসেন এটা তাদের জায়গা। নানা আকারের ঐতিহ্যবাহী জড়ানো পট তো রয়েইছে, এছাড়াও পাবেন পটের মোটিফ দেওয়া দোপাট্টা, টি শার্ট, শাড়ি, মগ, ট্রে ইত্যাদি। এছাড়াও আছে শিল্পীরা যেসব গাছ ও লতাপাতা থেকে রঙ বানান তা চেনার জন্য গ্রাম সফর। এখানে না এলে আপনি জানতেনই না লটকন গাছ থেকে তৈরি হয় এমন চমৎকার লাল রঙ।