×

পটমায়া ২০১৯

নয়া, পিংলা, নভেম্বর 15, 2019

নয়া, পিংলা, নভেম্বর ১৫-১৭, ২০১৯

গত বছর ২০১৯ সালের পট মায়া উৎসব শুরু হয়েছিল ১৫ই নভেম্বর, ২০১৯। তিন দিনের এই উৎসব চলে ১৭ই নভেম্বর পর্যন্ত। মেলার তিনটে দিন সমস্ত গ্রাম যেন পটের রঙিন ক্যানভাসে মুড়ে গিয়েছিলো। এক একজন শিল্পী পরিবারের ঘরের উঠোন বদলে গিয়েছিল দোকানে। সেই দোকানগুলিতে শুধুই পটে নয়, পটের মোটিফ ব্যবহার করে তৈরি টি-শার্ট, হাতপাখা, দুল, শাড়ি, দোপাট্টা আরো কত কিছুই না সাজানো ছিলো! শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশ বিদেশের নানান অথিথি অভ্যাগতদের সমাগম হয়েছিলো সেই সময়ে। প্রাকৃতিক রঙ ব্যবহারের কর্মশালা, শিশুদের নিয়ে কর্মশালা, ধাঁধা ও খেলার ছলে পটের দুনিয়ার সাথে মানুষকে পরিচিত করা – এই ধরণের নানান কর্মসূচি নেওয়া হয়েছিল এই উৎসবে। এছাড়াও শিল্পী হিসেবে পটুয়াদের অধিকার রক্ষার তাগিদে এবছর মেলায় আগত সমস্ত মানুষকে অনুরোধ করা হয়েছিল তারা মেলার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার সময় শিল্পীর নাম ও গ্রামের নাম যেন অবশ্যই দেন। বাংলার পটচিত্র যে জিআই রেজিট্রেশন পেয়েছে তাও মানুষকে জানানো হয়। সন্ধ্যেবেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলার বিখ্যাত যুদ্ধ নাচ রায়বেঁশে এবং ছৌনাচ। যত দিন যাচ্ছে তত এই মেলার জনপ্রিয়তা বাড়ছে।