স্বর্ণ চিত্রকর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একজন পটুয়া যিনি পটশিল্পের ঐতিহ্য ধারণ ও বহন করে চলেছেন। তাঁর জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রামের এক পটুয়া পরিবারে। এখন তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি। তিনি আশৈশব পটশিল্পী হিসেবে কর্মরতা। তিনি ১৯৯৪ সালে একটি রাজ্য স্তরের পুরস্কার পান। বিগত দুই দশকে, তাঁর শিল্প দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। ২০১৮র গ্রীষ্মকাল অবধি হিসেব করলে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচবার, ইংল্যাণ্ডে দুবার এবং ফ্রান্স, ইটালি, জার্মানি ও সুইডেনে একবার করে গিয়েছেন তাঁর শিল্পকলা প্রদর্শন করতে, অন্যান্য শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করতে এবং আবাসিক (রেসিডেন্সি) প্রোগ্রামে অংশগ্রহণ করতে। শিল্পবোদ্ধা এবং সংগ্রাহকরা স্বর্ণর ছবি সংগ্রহ করেন। স্বর্ণ চিত্রকর তাঁর পটে কিভাবে করোনা অতিমারীকে তুলে ধরেছেন তা নিয়ে ব্লগ লিখেছেন সেন্টার ফর ফোকলাইফ এন্ড কালচারাল হেরিটেজের কিউরেটর বেটি বেলেনাস।
স্বর্ণ চিত্রকর মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়াতে অবস্থিত গ্রিনেল কলেজে ১লা থেকে ১০ই অক্টবর, ২০১৭-তে তাঁর কাজের প্রদর্শনী করেন। সেখানে তিনি তাঁর বিস্ময়কর কাজের নমুনা দেখানো ছাড়াও পটের গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। তিনি এই লোকশিল্পের ঐতিহ্যের বিষয়ে বক্তব্য রাখেন ফকনার গ্যালারিতে। সেই প্রদর্শনীর নাম ছিল ‘মেনি ভিশনস, মেনি ভার্শনস’ এবং তাতে সমসাময়িক ভারতীয় লোকজ চিত্রকলা প্রদশিত হয়।
২০১৮ সালে ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কোর সপ্তম সাধারণ সভায় অংশগ্রহন করেন স্বর্ণ চিত্রকর। সভায় তাঁর পটচিত্র উপস্থিত সকলের মন জয় করে নেয়।
স্বর্ণ চিত্রকর ২০১৩ সালে জার্মানির বার্লিনে আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য মেলা আইটিবি, বার্লিনে অংশগ্রহণ করেন। উপস্থিত দর্শকমন্ডলী তাঁর পটচিত্র দেখে ও পটের গান শুনে প্রশংসা করেন।