সুষমা চিত্রকর পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের একজন বিশিষ্ট মহিলা পটশিল্পী। তিনি পাঁচ বছর বয়সে তাঁর পিতামাতা প্রথিতযশা পটশিল্পী দম্পতি শ্যাম সুন্দর চিত্রকর এবং রানি চিত্রকরের থেকে পটশিল্পে তালিম নেওয়া আরম্ভ করেন। সুষমা চিত্রকর সামাজিক বিষয়বস্তু এবং ঐতিহ্যবাহী দুটি বিষয়েই পট আঁকায় পারদর্শী। ঐতহ্যবাহী পট ছাড়াও তিনি নানান বিষয় নিয়ে আঁকেন। তিনি ভারতের বিভিন্ন জায়গা এবং নরওয়ে ও তাইওয়ানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সুষমা চিত্রকর ২০১৭ সালে নরওয়ের ট্রন্ডহাইম-এ অনুষ্ঠিত ট্রান্সফর্ম ফেস্টিভাল-এ অংশগ্রহণ করেন। তিনি তাঁর আঁকা পট প্রদর্শন করেন, কাহিনীগুলি গেয়ে শোনান এবং উপস্থিত সকলের দ্বারা প্রশংসিত হন। তিনি রঙ প্রস্তুতের বিষয়ে এবং ছোটদের পটচিত্র আঁকার বিষয়ে কর্মশালা পরিচালনা করেন।
২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর সুষমা চিত্রকর দক্ষিণ কোরিয়ায় জেনজু আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।