×

সুমন চিত্রকর

দাসপুরের বাসিন্দা সুমন চিত্রকর ২০০৪ সাল থেকে পটচিত্র আঁকছেন। তিনি তাঁর শিক্ষক ময়না ও জয়দেব চিত্রকর। সুমন চিত্রকর বাংলা পট, সাঁওতাল পট ও কালিঘাট পট ছাড়াও শাড়ি, কুর্তা, টি-শার্ট, ছাতা, কেটলি ইত্যাদিতে পটের মোটিফে ছবি আঁকেন। পশ্চিমবঙ্গ ছাড়াও তিনি দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ ও অন্যান্য অনেক শহরে প্রদর্শনী করেছেন। এছাড়াও তিনি জোড়াসাঁকো, ন্যাশানাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ইণ্ডিয়ান মিউজিয়মে কর্মশালায় নেতৃত্ব দিয়েছেন।

দাসপুরের বাসিন্দা সুমন চিত্রকর ২০০৪ সাল থেকে পটচিত্র আঁকছেন। তিনি তাঁর শিক্ষক ময়না ও জয়দেব চিত্রকর। সুমন চিত্রকর বাংলা পট, সাঁওতাল পট ও কালিঘাট পট ছাড়াও শাড়ি, কুর্তা, টি-শার্ট, ছাতা, কেটলি ইত্যাদিতে পটের মোটিফে ছবি আঁকেন। পশ্চিমবঙ্গ ছাড়াও তিনি দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ ও অন্যান্য অনেক শহরে প্রদর্শনী করেছেন। এছাড়াও তিনি জোড়াসাঁকো, ন্যাশানাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ইণ্ডিয়ান মিউজিয়মে কর্মশালায় নেতৃত্ব দিয়েছেন।

telling

কৃষ্ণলীলা

কৃষ্ণলীলা

এই পটের গানে শিল্পীরা রাধাকৃষ্ণের প্রেমের কথা বলেছেন।

Products

the artist