বাইশ বছর বয়সী রূপসোনা চিত্রকর পিংলা অঞ্চলের পটচিত্র শিল্পী। তিনি ৬ বছর বয়স থেকে পটচিত্র আঁকা আরম্ভ করেন। সেই সময়ে তাঁর শিক্ষক ছিলেন তাঁর বাবা বাহাদুর চিত্রকর এবং তাঁর দাদু বহরজান চিত্রকর। রূপসোনা চিত্রকর ধর্মীয় বিষয়ে পট আঁকেন এবং পোশাক-পরিচ্ছদেও পটচিত্রের আঙ্গিকে ডিজাইন করেন। কলকাতা, দিল্লি, মুম্বাই, গোয়া এবং পুনের মেলা এবং প্রদর্শনীতে তিনি তাঁর শিল্পকর্ম সমেত অংশগ্রহণ করেন।
রূপসোনা চিত্রকর ৬ই থেকে ১০ই সেপ্টেম্বর ২০১৭-তে কোপেনহাগেন ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভালে অংশগ্রহণ করেন। এই অংশগ্রহণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক জনতার দরবারে বাংলার সুপ্রাচীণ পটশিল্প নিয়ে যান সফলভাবে। সেই ফেস্টিভালের মূল উদ্দেশ্য ছিলো ইউরোপের সাংস্কৃতিক বৈচিত্র উদযাপন এবং ভারত, রাশিয়া, বল্টিক অঞ্চল, চিন, ক্যুবা, ব্রাজিল, মরোক্কোর মতো দেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদানের সেতু নির্মাণ করা।