পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের অগ্রগণ্য তরুণ পটুয়াদের মধ্যে রহিম চিত্রকর অন্যতম। তাঁর বাবা প্রবীণ পটুয়া দুখুশ্যাম চিত্রকর যাঁর আঁকা পটচিত্র ও পটের গান সর্বজন সমাদৃত। আট বছর বয়স থেকে পটচিত্র আঁকছেন এবং ২০০৫ সালে তিনি জেলা পুরস্কার পান। প্রথাগত পটচিত্র ছাড়াও, পোষাক সহ বিবিধ পণ্য সামগ্রীতে তিনি তাঁর শিল্পদক্ষতা প্রকাশ করতে সিদ্ধহস্ত। তিনি দেশজুড়ে বিভিন্ন মেলা-প্রদর্শনী ও উৎসবে অংশগ্রহণ করেছেন।
রহিম চিত্রকর ২০১২ সালে জাপানে অনুষ্ঠিত নমস্তে ইণ্ডিয়া ফেস্টিভালে অংশগ্রহণ করেন। তাঁর গান এবং ছবি দেখে উৎসবে আগত সকলে মুগ্ধ হয়ে যান। নয়গ্রামেরই আর এক পটুয়া আনোয়ার চিত্রকর-ও এই উৎসবে অংশগ্রহণ করেন। এঁদের সাথে ছিলেন কলকাতাবাসী গায়ক এবং শিল্পী মানস আচার্য্য। ২০১২ সালের ২১শে সেপ্টেম্বর থেকে ১১ই অক্টোবর অবধি তাঁরা এই উৎসব উপলক্ষে টোকিওতে ছিলেন।