পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের একজন উল্লেখযোগ্য পটুয়া হলেন মণ্টু চিত্রকর। তিনি ১০ বছর বয়স থেকে তাঁর শিল্পে তালিম নিতে আরম্ভ করেন। যৌবনেই তিনি একজন দক্ষ পটশিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং জেলাস্তরে পুরস্কার পান। তিনি ভারত ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ায় তাঁর শিল্পকর্ম নিয়ে পৌঁছে গিয়েছেন এবং সেখানে তিনি তাঁর শিল্পদক্ষতার কারণে পুরস্কৃত হন।