মণিমালা চিত্রকর তাঁর পিতামহ দুখুশ্যাম চিত্রকরের তালিমে শৈশবে পট আঁকা শুরু করেন। তিনিই নয়ার প্রথম মহিলা পটশিল্পী যে তাঁর গ্রামের বাইরে গিয়েও পটশিল্পের নিরন্তর সাধনা করে চলেছেন। বিয়ের পর শ্বশুরবাড়ি চণ্ডিপুরের স্থানীয় অনেক শিল্পীকে পটশিল্পে তালিন দেন মণিমালা। নয়াতেও করে গেছেন কাজ। এমনকি নয়ায় একটি যাত্রাপালাতেও অভিনয় করেছেন তিনি। মণিমালা শান্তিনিকেতন, দিল্লী, মুম্বাই, বেঙ্গালুরু ও ভোপালে তাঁর কাজ নিয়ে গিয়েছেন। ভোপালের ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়-র গ্যালারিতে তাঁর কাজ প্রদর্শিত হয়। ভারতের বাইরেও নানান দেশে ভ্রমণ করে এই শিল্পী ২০০১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পদক পান।
মণিমালা চিত্রকর হাঙ্গেরির বুদাপেস্ত-এ ২০১৯ সালে তাঁর শিল্পকলা প্রদর্শন করেন।
মণিমালা চিত্রকর ২০১০ সালে ব্রিটেনে লন্ডন ও লিভারপুল শহরে তাঁর পটচিত্রের প্রদর্শন করেন ও পটচিত্র বিষয়ক কর্মশালায় অংশ নেন।