×

মামনি চিত্রকর

মামনি চিত্রকর পটশিল্পী স্বর্ণ চিত্রকরের মেয়ে। তিনি ছোটবেলা থেকেই মায়ের কাছে পটের আঁকা ও গান শিখেছেন। তিনি মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গল থেকে কাহিনীর উপাদান সংগ্রহ করে পট আঁকেন। তাঁর চেয়ে বরিষ্ঠ শিল্পীদের প্রভাবে মামনি চিত্রকর এইচ-আই-ভি, ৯/১১ এবং সুনামির মত বিষয় নিয়েও পট এঁকেছেন। দিল্লি, মুম্বই ও কলকাতা ছাড়াও তিনি ইটালি ও বাহরিন-এ তাঁর শিল্প নিয়ে পৌঁছে গিয়েছেন। তিনি স্মিথসোনিয়ান সেণ্টার ফর ফোকলাইফ অ্যাণ্ড কালচারাল হেরিটেজ-এর সাংস্কৃতিক আদানপ্রদান (কালচারাল এক্সচেঞ্জ) কর্মসূচিতে অংশগ্রহণ করা ছাড়াও ওয়াশিংটন ডি-সি তে স্মিথসোনিয়ান ফোকলাইফ ফেস্টিভাল, ২০১৮ এ অংশগ্রহণ করেছেন এবং ফ্রীয়ার-স্যাকলার গ্যালারিতেও পটের গান সহ পট দেখিয়েছেন। মামনি চিত্রকর তাঁর পটে কিভাবে করোনা অতিমারীকে তুলে ধরেছেন তা নিয়ে ব্লগ লিখেছেন সেন্টার ফর ফোকলাইফ এন্ড কালচারাল হেরিটেজের কিউরেটর বেটি বেলেনাস।

মামনি চিত্রকর পটশিল্পী স্বর্ণ চিত্রকরের মেয়ে। তিনি ছোটবেলা থেকেই মায়ের কাছে পটের আঁকা ও গান শিখেছেন। তিনি মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গল থেকে কাহিনীর উপাদান সংগ্রহ করে পট আঁকেন। তাঁর চেয়ে বরিষ্ঠ শিল্পীদের প্রভাবে মামনি চিত্রকর এইচ-আই-ভি, ৯/১১ এবং সুনামির মত বিষয় নিয়েও পট এঁকেছেন। দিল্লি, মুম্বই ও কলকাতা ছাড়াও তিনি ইটালি ও বাহরিন-এ তাঁর শিল্প নিয়ে পৌঁছে গিয়েছেন। তিনি স্মিথসোনিয়ান সেণ্টার ফর ফোকলাইফ অ্যাণ্ড কালচারাল হেরিটেজ-এর সাংস্কৃতিক আদানপ্রদান (কালচারাল এক্সচেঞ্জ) কর্মসূচিতে অংশগ্রহণ করা ছাড়াও ওয়াশিংটন ডি-সি তে স্মিথসোনিয়ান ফোকলাইফ ফেস্টিভাল, ২০১৮ এ অংশগ্রহণ করেছেন এবং ফ্রীয়ার-স্যাকলার গ্যালারিতেও পটের গান সহ পট দেখিয়েছেন। মামনি চিত্রকর তাঁর পটে কিভাবে করোনা অতিমারীকে তুলে ধরেছেন তা নিয়ে ব্লগ লিখেছেন সেন্টার ফর ফোকলাইফ এন্ড কালচারাল হেরিটেজের কিউরেটর বেটি বেলেনাস।

telling

কৃষ্ণলীলা

কৃষ্ণলীলা

এই পটের গানে শিল্পীরা রাধাকৃষ্ণের প্রেমের কথা বলেছেন।

ফোকস অফ বেঙ্গল

ফোকস অফ বেঙ্গল

মামনি চিত্রকরের গাওয়া পটের গান আমেরিকার লাইব্রেরি অফ কংগ্রেসে।

করোনা

করোনা

মামনি চিত্রকর তাঁর এই পটের মাধ্যমে করোনা রোগ সম্পর্কে সকলকে সচেতন করছেন।

Products

the artist

মামনি চিত্রকর

৯৯৩২১৭০০৭৭    

মামনি চিত্রকর