পিংলার একজন বিশিষ্ট পটুয়া আনোয়ার চিত্রকর ইস্কুলে পড়ার সময় থেকে তাঁর পিতা অমর চিত্রকরের থেকে তালিম নিয়ে পট আঁকা শুরু করেন। আনোয়ার ধর্ম, পরিবেশ, সারোগেসি, ট্র্যান্সজেন্ডার রাইট্স ইত্যাদি বিভিন্ন বিষয়ে পট আঁকেন। কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের মত শহরে আনোয়ার চিত্রকর তাঁর শিল্পের প্রদর্শনী করেছেন। আনোয়ার চিত্রকর রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং দিল্লির পর্যটনের থেকে পুরস্কৃত হন এবং ২০০৬ সালে জাতীয় পুরস্কার পান।
আনোয়ার চিত্রকর ২০১২ সালে জাপানে অনুষ্ঠিত নমস্তে ইণ্ডিয়া ফেস্টিভালে অংশগ্রহণ করেন। তাঁর গান এবং ছবি দেখে উৎসবে আগত সকলে মুগ্ধ হয়ে যান। নয়গ্রামেরই আর এক পটুয়া রহিম চিত্রকর-ও এই উৎসবে অংশগ্রহণ করেন। এঁদের সাথে ছিলেন কলকাতাবাসী গায়ক এবং শিল্পী মানস আচার্য্য। ২০১২ সালের ২১শে সেপ্টেম্বর থেকে ১১ই অক্টোবর অবধি তাঁরা এই উৎসব উপলক্ষে টোকিওতে ছিলেন।