দ্য ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দ্যু ফোকলোর দ্যু নোয়োন
ফ্রান্সের এই অনবদ্য উৎসব ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দ্যু ফোকলোর দ্যু নোয়োন অনুষ্ঠিত হয়েছিল ৫ থেকে ৯ই জুলাই ২০১৭ তে। সেই বছর পিংলার পটশিল্পীরা ভারতের প্রতিনিধিত্ব করেন। উৎসবে নিজেদের তাঁদের শিল্পকর্ম প্রদর্শন করার জন্য একটি স্টল দিয়েছিলেন তাঁরা।