×

জবা চিত্রকর

জবা চিত্রকর পশ্চিম মেদিনীপুরের পটুয়া অঞ্চলের নয়া গ্রামের একজন খ্যাতনামা পটুয়া। তিনি মর্মস্পর্শী পটের গান পরিবেশন করার জন্য জনপ্রিয়। কিংবদন্তি পটুয়া দুখুশ্যাম চিত্রকরের থেকে তিনি শৈশবে পটচিত্র আঁকা শেখেন। তিনি দেশজুড়ে বিভিন্ন প্রদর্শনী এবং অনুষ্ঠানে তাঁর শিল্প নিয়ে পৌঁছে গিয়েছেন। তিনি দুবার ফ্রান্সে গিয়েছেন এবং একটি কর্মশালাতেও অংশগ্রহণ করেছেন। তাঁর দুই কন্যা সোনিয়া চিত্রকর এবং মৌসুমি চিত্রকর পটুয়া হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং উৎসাহের সঙ্গে পটশিল্পের ঐতিহ্য বহন করে চলেছেন।

জবা চিত্রকর পশ্চিম মেদিনীপুরের পটুয়া অঞ্চলের নয়া গ্রামের একজন খ্যাতনামা পটুয়া। তিনি মর্মস্পর্শী পটের গান পরিবেশন করার জন্য জনপ্রিয়। কিংবদন্তি পটুয়া দুখুশ্যাম চিত্রকরের থেকে তিনি শৈশবে পটচিত্র আঁকা শেখেন। তিনি দেশজুড়ে বিভিন্ন প্রদর্শনী এবং অনুষ্ঠানে তাঁর শিল্প নিয়ে পৌঁছে গিয়েছেন। তিনি দুবার ফ্রান্সে গিয়েছেন এবং একটি কর্মশালাতেও অংশগ্রহণ করেছেন। তাঁর দুই কন্যা সোনিয়া চিত্রকর এবং মৌসুমি চিত্রকর পটুয়া হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং উৎসাহের সঙ্গে পটশিল্পের ঐতিহ্য বহন করে চলেছেন।

telling

সুনামি

সুনামি

জবা চিত্রকর তাঁর এই পটে ২০০৪ সালের সুনামির ধ্বংসলীলা বর্ণনা করেছেন।

Products

the artist

জবা চিত্রকর

৮৫০৯৪৭৭৩৮৩    

পটচিত্র