×

পটমায়া ২০১৭

Pingla, নভেম্বর 10, 2017

নয়া, পিংলা, নভেম্বর ২০১৭

পটমায়া ২০১৭তে নয়ার পটুয়ারা তাঁদের বাড়িগুলি তাঁদের শিল্প দিয়ে সাজিয়ে যেন প্রদর্শনীশালার মতো করে তুলেছিলেন। সেই মেলায় প্রতিদিন উপস্থিত ছিলেন দেড় থেকে দুই হাজার জন মানুষ। যোগদান করেছিলেন ২৫৫ জন পটশিল্পী। কলকাতার হেরিটেজ স্কুল থেকে প্রায় ৫৫ জন ছাত্র উপস্থিত হয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী শিল্পকলার মাধ্যমে পটুয়াদের আর্থসামাজিক উন্নতি কীভাবে হচ্ছে তা সমীক্ষার মাধ্যমে বোঝা। পশ্চিমবঙ্গের প্রাক্তন সেচ ও জলপথ মন্ত্রী শ্রী মানস ভুঁইয়া, তৎকালীন জলসম্পদ মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র এবং ছোট পর্দার বিশিষ্ট অভিনেতা শ্রী বাদশা মৈত্র উপস্থিত ছিলেন সেই মেলায়।