×

আনোয়ার চিত্রকর

পিংলার একজন বিশিষ্ট পটুয়া আনোয়ার চিত্রকর ইস্কুলে পড়ার সময় থেকে তাঁর পিতা অমর চিত্রকরের থেকে তালিম নিয়ে পট আঁকা শুরু করেন। আনোয়ার ধর্ম, পরিবেশ, সারোগেসি, ট্র্যান্সজেন্ডার রাইট্স ইত্যাদি বিভিন্ন বিষয়ে পট আঁকেন। কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের মত শহরে আনোয়ার চিত্রকর তাঁর শিল্পের প্রদর্শনী করেছেন। আনোয়ার চিত্রকর রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং দিল্লির পর্যটনের থেকে পুরস্কৃত হন এবং ২০০৬ সালে জাতীয় পুরস্কার পান।

পিংলার একজন বিশিষ্ট পটুয়া আনোয়ার চিত্রকর ইস্কুলে পড়ার সময় থেকে তাঁর পিতা অমর চিত্রকরের থেকে তালিম নিয়ে পট আঁকা শুরু করেন। আনোয়ার ধর্ম, পরিবেশ, সারোগেসি, ট্র্যান্সজেন্ডার রাইট্স ইত্যাদি বিভিন্ন বিষয়ে পট আঁকেন। কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের মত শহরে আনোয়ার চিত্রকর তাঁর শিল্পের প্রদর্শনী করেছেন। আনোয়ার চিত্রকর রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং দিল্লির পর্যটনের থেকে পুরস্কৃত হন এবং ২০০৬ সালে জাতীয় পুরস্কার পান।

telling

কৃষ্ণলীলা

কৃষ্ণলীলা

এই পটের গানে শিল্পীরা রাধাকৃষ্ণের প্রেমের কথা বলেছেন।

Products

the artist

আনোয়ার চিত্রকর

৯৭৩৩৭০০৭৬৯    

anwarchitrakar5@gmail.com    

আনোয়ার চিত্রকর